করোনা ভাইরাস (কোভিড-19) কী?

 

 

করোনা ভাইরাস (কোভিড-19) এক ধরনের সংক্রমন ভাইরাস। এই ভাইরাসটি নাখ, মুখ ও চোখের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

এই ভাইরাসের সংক্রমনে মৃত্যুও ঘটতে পারে। এই রোগে যেসব ব্যক্তিগণ বেশি ঝুঁকিতে রয়েছেন, যেমন: বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিকস, হৃদ রোগ, ফুসফুসের রোগ। 

 

করোনা ভাইরাস এর লক্ষণ:-

  • জ্বর অনুভূত হওয়া।
  • সর্দি, কাশি, গলা ব্যাথা ও মাথা ব্যাথা অনুভূত হওয়া।
  • শ্বাসকষ্ট অনুভূত হওয়া ইত্যাদি।

 

করোনা ভাইরাস কিভাবে ছড়ায়:-

  • আক্রান্ত ব্যক্তি থুথু, কফ ও লালার মাধ্যমে।
  • আক্রান্ত ব্যক্তি সাথে আলিঙ্গন ও হাত মেলানোর মাধ্যমে। 
  • আক্রান্ত ব্যক্তি হাঁচি ও কাশির মাধ্যমে।
  • আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা করোনা ভাইরাস আছে এমন কোন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মুখে, নাখে ও চোখে হাত দিলে। 

প্রতিরোধে করণীয়:-

  • সাবান, হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সঠিকভাবে হাত ধোত করা, হাত না ধুয়ে মুখ, চোখে ও নাখে স্পর্শ না করা।
  • হাঁচি কাশির সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখা।
  • ব্যবহৃত টিস্যু ময়লাযুক্ত ডাস্টবিনে ফেলা।
  • হাঁচি-কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখতে হবে।
  • আলিঙ্গন ও হ্যান্ডশেক পরিহার করা, ঠান্ডায় আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে না আসা।
  • হাঁচি ও কাশিযুক্ত পরিধেয় পোশাক দ্রুত ধুয়ে ফেলা।
  • দরজার হাতল, ফোন, মোবাইল, ইলেকট্রিক সুইচ ইত্যাদি স্পর্শ করার পর হাত ধোয়া।
  • বারবার পানি ও ফলের রস পান করা।  
  • মাক্স ব্যবহার করা।

করোনায় আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা।


Post a Comment

0 Comments